প্রাইম ইন্স্যুরেন্সের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন
ডেস্ক রিপোর্ট: প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের অফিসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করেছে।
ওই আয়োজনে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদি খানম, ন্যাশনাল ফাইনান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম. বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগের প্রধান এস.এম. ফয়সল আহমেদ ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কপিল উদ্দিন মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।