জেনিথ ইসলামী লাইফের বিভাগীয় সম্মেলন ও কৃতি সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বিভাগীয় সম্মেলন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার সকাল ১০টায় কোম্পানিটির কুমিল্লা অফিসে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস. এম নুরুজ্জামান। সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাদের।
অনুষ্ঠানে আলোচনা করেন পিডি মো. আমিনুল হক ভুইয়া, এসইভিপি মো.আবুল বাশার, চট্টগ্রাম শাখা অফিসের ইনচার্জ মো. সাফিজুল ইসলাম, আব্দুল কাদির, কোম্পানীগঞ্জ সার্ভিস পয়েন্টের ইনচার্জ মো. হাবিবুর রহমান ইনচার্জ, মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পিডি মো. দিদার হোসেন।