কক্সবাজারে জেনিথ লাইফের আনন্দ ভ্রমন ২৬ এপ্রিল
ডেস্ক রিপোর্ট: ২০১৮ সালে ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে আনন্দ ভ্রমণ ও উন্নয়ন সম্মেলন ২০১৯ আয়োজন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আগামী ২৬ এপ্রিল কক্সবাজারের লংবীচ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
কোম্পানির চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী, ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দার, পরিচালক এটিএম এনায়েত উল্লাহ, মো. আলী আজীম খান, একেএম বদিউল আলম, মো. আব্দুল জলীল এবং কর্মকর্তা-কর্মচারীসহ সারাদেশ থেকে প্রায় ২শ’ ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তা এতে অংশ নেবেন। কোম্পানির সিইও (সিসি) এসএম নুরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।