হবিগঞ্জে জেনিথ ইসলামী লাইফের বিশেষ উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের হবিগঞ্জ সার্ভিস সেন্টারে বিশেষ উন্নয়ন সভা হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন এসইভিপি মো. আব্দুল হামিদ, প্রধান কার্যালয়ের রিইন্স্যুরেন্স কর্মকর্তা মো. রাসেল, ইভিপি মো. ফজলু মিয়া, ভিপি তাজুল ইসলাম। প্রজেক্ট ডাইরেক্টর ও হবিগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ মোহাম্মদ চান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইভিপি শাহ মো.ওমর ফারুক শাহবাজ।

বিশেষ উন্নয়ন সভায় প্রতিষ্ঠানটির ৪ ব্রাঞ্চ ম্যানেজারকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কৃতরা হলেন- নাজমা আক্তার, ইয়াসমিন আক্তার, রাফিয়া আক্তার ও শিল্পি আক্তার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।