প্রাইম ইন্স্যুরেন্সের বার্ষিক সভায় ১০% লভ্যাংশ ঘোষণা
ডেস্ক রিপোর্ট: প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ঢাকার হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল লিমিটেডের দিলকুশা হলে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ২০১৮ সালের হিসাবের ভিত্তিতে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
ওই সভায় প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন মো. জাকি উল্লাহ সাহিদ সভাপতিত্ব করেন এবং কোম্পানি পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালক এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন ।
সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন এবং ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের জন্য একযোগে পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব, অন্যান্য সাধারণ ও বিশেষ সিদ্ধান্তের নিমিত্তে সম্মতি জ্ঞাপন করেন।
কোম্পানির চেয়ারপার্সন মো. জাকি উল্লাহ সাহিদ তার ভাষণে ২৩তম বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের জন্য প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক সকল ইতিবাচক পদক্ষেপ গৃহীত করার জন্য পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।