প্রগতি লাইফ ও ফোর বিলিয়ন হেলথের গ্রুপ বীমা চুক্তি

ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ফোর বিলিয়ন হেলথের মধ্যে সম্প্রতি গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রগতি লাইফের সিইও মো. জালালুল আজিম ও ফোর বিলিয়ন হেলথের ব্যবস্থাপনা পরিচালক ইউতারো ইয়োকোকাউয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে প্রগতি লাইফ ফোর বিলিয়ন হেলথের সদস্যদেরকে গ্রুপ বীমা সেবা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মানব সম্পদ বিভাগের প্রধান সাজাদুল হক ও মেডিকেল কনসালটেন্ট ডা. যোবায়ের আহমেদ এবং ফোর বিলিয়ন হেলথের মার্কেটিং ম্যানেজার সোহাগ চাকমা উপস্থিত ছিলেন।