গাজীপুরে জেনিথ ইসলামী লাইফের আনন্দ ভ্রমন
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের মনপুরা পার্কে বার্ষিক আনন্দ ভ্রমন ও উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির বাড্ডা মডেল সার্ভিস সেন্টারের আয়োজনে গতকাল শুক্রবার এটি অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান। বাড্ডা মডেল সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির এসইভিপি বনী আমিন।
বার্ষিক আনন্দ ভ্রমন ও উন্নয়ন সভায় অন্যান্যের মধ্যে কোম্পানিটির ডিজিএম মো. নিজাম উদ্দিন, এসইভিপি মো. আবু জাফর, ইভিপি বলয় লাল বর্ম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কোম্পানিটির বাড্ডা মডেল সার্ভিস সেন্টারের কর্মকর্তা ও কর্মীরা অংশ গ্রহণ করেন।