চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা সভা
ডেস্ক রিপোর্ট: ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। শুক্রবার বিকেলে চট্টগ্রামের জিইসি প্লেস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডিজিএম (প্রধান কার্যালয়) মো. নিজাম উদ্দিন, এসইভিপি মো. ফোরকান আজাদ, সাংবাদিক মোবারক হোসেন ভুইঁয়া (ইভিপি), ইভিপি মাওলানা জশিম উদ্দিন ফারুকী, ইভিপি মাওলানা নুর হোসাইন, ইভিপি জাহাঙ্গীর আলম, ভিপি শরীফুল ইসলাম প্রমুখ।
কোম্পানির এসইভিপি মো. ফারুক আজমের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ডিএমডি মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফের স্থনীয় কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।