কক্সবাজারে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন সম্প্রতি কক্সবাজারের লং বীচ হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য ড. এম মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক ও সিএফও চন্দ্র শেখর দাস, এফসিএ এবং প্রকল্প প্রধানগণ।
সারাদেশ থেকে উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ২০১৮ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০১৯ সালের ব্যবসার নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। এ সময় ব্যবসায় সাফল্য অর্জনের ও গ্রাহক সন্তুষ্টির উপর বিশেষ জোর দেয়া হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।