জেনিথ ইসলামী লাইফে আল-কারীম হাসপাতালের চুক্তি

ডেস্ক রিপোর্ট: রাজধানীর সায়দাবাদে আল-কারীম জেনারেল হাসপাতাল লিমিটেড ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকটি স্বাক্ষরিত হয়।

আল-কারীম হাসপাতালের ম্যানেজার- এডমিন মো. রফিকুল ইসলাম ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

স্মারক অনুযায়ী, আল-কারীম জনারেল হাসপাতাল হতে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পাবে জেনিথ লাইফের পরিচালক, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন আল-কারীম হাসপাতালের ম্যানেজার- কর্পোরেট ব্রান্ডিং এন্ড মার্কেটিং ইমরুল কায়েস এবং জেনিথ ইসলামী লাইফের ডিএমডি মো. কামরুল ইসলাম, ডিজিএম (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দিন এবং এজিএম (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার।