সানলাইফের একক বীমা প্রকল্পের ৫ লাখ টাকার চেক প্রদান
ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর একক বীমা প্রকল্পের মেয়াদোত্তীর্ণ দাবির পাঁচ লাখ টাকার চেক পেয়েছেন বরিশালের গৌরনদী এলাকার গ্রাহক মহিউদ্দিন সরদার। সম্প্রতি কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম এ চেক প্রদান করেন।
কোম্পানীর প্রধান কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ড. কল্যাণ কৃষ্ণ চক্রবর্তী এফসিএ, উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) ও কোম্পানি সচিব মো. রবিউল আলম এসিএস, লোকমুখী বীমা-এর প্রজেক্ট ইনচার্জ সবুজ তালুকদার, সিনিয়র এজিএম (সংস্থাপন) এ.এস.এম. আবদুল হালিম এবং মীরপুর-২ শাখা অফিস-এর ইনচার্জ জুনিয়র এএমডি (উন্নয়ন) সমীর মজুমদার প্রমুখ।