নিটল ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডারদের ১৫% লভ্যাংশ ঘোষণা

ডেস্ক রিপোর্ট: নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশনে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক। তিনি কোম্পানির বিগত বছরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন।

এসময় তিনি শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতিতেও ২০১৮ সালে বিনিয়োগকারীদের জন্য ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা করায় শেয়ারহোল্ডারা সন্তোষ প্রকাশ করেন।

সভায় কোম্পানির ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হুসেন, এফসিএমএ, পরিচালক মাহমুদুল হক শামীম, মো. সিদ্দিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক মো. মামুনুর রশিদ, এফসিএমএ ও ড. মো. আকরাম হোসেন এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব।

বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সভাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।