অ্যাপোলো হাসপাতালের সাথে জেনিথ ইসলামী লাইফের চুক্তি

ডেস্ক রিপোর্ট:জেসিআই স্বীকৃত ৪৫০ শয্যা বিশিষ্ট দেশের একমাত্র মাল্টি-ডিসিপ্লিনারি সুপার স্পেশালিটি টারশিয়ারী কেয়ার হাসপাতাল "অ্যাপোলো হসপিটালস ঢাকা" এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে গত ১৬ মে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। 

সমঝোতা স্মারক অনুযায়ী অ্যাপোলো হসপিটালস ঢাকা হতে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পাবেন জেনিথ লাইফের পরিচালক, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

অ্যাপোলো হসপিটালস ঢাকা’র ডাইরেক্টর শান্তনু কুমার দাস এবং জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালটির করপোরেট রিলেশান্স- বিজনেস ডেভেলপমেন্ট এর এজিএম এএম আবুল কাসেম  ও সিনিয়র এক্সিকিউটিভ মো. ইফতেখার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফের সিনিয়র ডিজিএম ফারুক আহমেদ ও এজিএম মো. আনোয়ার হোসেন সরকার।