লক্ষ্মীপুরে এসএম নুরুজ্জামানকে সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট: মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ায় এসএম নুরুজ্জামানকে ফুলেল সংবর্ধনা দিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লক্ষ্মীপুর সার্ভিস সেন্টার। বৃহস্পতিবার জেলা শহরের একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডিএমডি মোহাম্মদ হাছান খান রিপন, ডিজিএম মোহাম্মদ নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল হাসান রনি এবং দৈনিক বর্তমান এর সম্পাদক মোহাম্মদ আক্তার আলম।
জেনিথ ইসলামী লাইফের লক্ষ্মীপুর সার্ভিস সেন্টার ইনচার্জ রেজাউল করিম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির এসইভিপি মো. আহাদের রহমান। এ ছাড়াও সংবর্ধনা ও ইফতার মাহফিলে কোম্পানিটির স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)