হবিগঞ্জ সার্ভিস সেন্টারে জেনিথ লাইফের ইফতার

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের হবিগঞ্জ সার্ভিস সেন্টারে ইফতার মাহফিল ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এ সভা অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।

প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ উপজেলা পরিষদ চেয়াম্যান মোতাচ্ছিরুল ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডিএমডি মো. কামরুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, বিগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জনবীমা ইনচার্জ মো. মুক্তার হোসেন, এসইভিপি আব্দুল হামিদ, ইভিপি মো. ফজলু মিয়া, ইভিপি শাহ মো. ওমর ফারুক শাহবাজ, ইভিপি মো. শাহ আলম প্রমুখ।

জেনিথ ইসলামী লাইফের প্রজেক্ট ডাইরেক্টর ও হবিগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ মোহাম্মদ চান মিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিল ও উন্নয়ন সভায় কোম্পানির স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।