বিশিষ্টজনদের নিয়ে জেনিথ ইসলামী লাইফের ইফতার

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্টজনদেন নিয়ে ইফতার মাহফিল করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গতকাল শনিবার কোম্পানির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির শরিয়া কাউন্সিলের সেক্রেটারি হাফেজ মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ কাগজ ম্যাগাজিনের সম্পাদক প্রণব কুমার মজুমদার, ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, ম্যাগাজিন ব্যাংক বীমা শিল্পের সম্পাদক আবুল বাশারসহ আরো অনেক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ।

কোম্পানির ডিএমডি (উন্নয়ন) মোহাম্মদ কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে কোম্পানির বীমা গ্রাহক, সুধী, উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তাবৃন্দ ও প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।