যশোরে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা ও ইফতার
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফের যশোর সার্ভিস সেন্টারে উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার অনুষ্ঠিত সভায় কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান প্রধান অতিথি ছিলেন।
কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মোস্তফা এতে বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়াও কোম্পানির পিডি মাওলানা আব্দুল কুদ্দুছ, ডা. চাঁদ সুলতানা, সৈয়দ আব্দুর রউফ, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
পিডি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পিডি মো. সাইফুল্লাহ। সভায় ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।