ফটিকছড়িতে ন্যাশনাল লাইফের ৬০ লাখ টাকা দাবি পরিশোধ
ডেস্ক রিপোর্ট: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চট্টগ্রামের ফটিকছড়িতে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক প্রদান করেছে। সম্প্রতি কোম্পানির ফটিকছড়ি অঞ্চলের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৃত্যুদাবি ও মেয়াদউর্ত্তীর্ণ বীমা দাবির প্রায় ৬০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির অন্যতম পরিচালক দেশবরেণ্য শিল্পপতি নাদের খান, গেস্ট অব অনার ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের, বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মোঃ খসরু চৌধুরী, জনবীমা প্রধান মো. আবুল কাশেম ও চট্টগ্রাম এরিয়া প্রধান ওসমান গণি চৌধুরী। অনুষ্ঠানে গ্রাহক ও বীমাকর্মীসহ প্রায় ৪ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক নাদের খান বলেন বীমার মাধ্যমে মানুষ সঞ্চয়মুখী হয়। এতে জনগণের আর্থিক উন্নয়ন ঘটে। তিনি সততা ও নিষ্ঠার সাথে সর্বত্র বীমা সেবা পৌঁছে দেয়ার জন্য বীমা কর্মীদের প্রতি আহবান জানান।(সংবাদ বিজ্ঞপ্তি)