ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড পেলো নিটল ইন্স্যুরেন্স
ডেস্ক রিপোর্ট: বেসরকারি নন লাইফ বীমা কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স ফর বেস্ট রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রেটেজি অব দ্য ইয়ার’ এবং ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স ফর স্পেশাল রিকগনিশন ফর ইফেকটিভ অ্যাডাপশন অব টেকনোলোজি ইনটু দ্য ইন্স্যুরেন্স বিজনেস’ এ দুটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করে।
অনুষ্ঠানে নিটল ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম মাহবুবুল করিম পুরস্কার গ্রহণ করেন।