সানলাইফ ইন্স্যুরেন্স ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রুপ বীমা চুক্তি
ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গ্রুপ বীমা সুবিধা প্রদান করবে সানলাইফ ইন্স্যুরেন্স।
সানলাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক একেএম শরীফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং সানলাইফ ইন্স্যুরেন্সের চেয়ারপারসন অধ্যাপক রুবিনা মালেক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।