জাতীয় শোক দিবস

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিআইএফ’র শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে মূখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) । এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

ফোরামের ভাইস প্রেসিডেন্ট মো. হেমায়েত উল্লাহ, ফাইন্যান্স সেক্রেটারি জামাল মোহাম্মদ আবু নাসের, অর্গানাইজিং সেক্রেটারি মো. মোশাররফ হোসেন, অফিস সেক্রেটারি মো. আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ মেম্বার মো. সামছুল আলম ও এন সি রুদ্র, পপুলার লাইফের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন বীমা কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।