জেনিথ ইসলামী লাইফে জাতীয় শোক দিবসের আলোচনা

ডেস্ক রিপোর্ট: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির প্রধান কার্যালয়ে গত ১৮ আগস্ট এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনাসহ তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। দোয়া পরিচালনা করেন ডিএমডি (উন্নয়ন) মো. হেদায়েতুল্লাহ। উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তাগণ সহ প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।