পিরোজপুরে জেনিথ ইসলামী লাইফের সংবর্ধনা ও উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ায় এসএম নুরুজ্জামানকে সংবর্ধনা দেয়া হয়েছে। কোম্পানির পিরোজপুর সার্ভিস পয়েন্টের উদ্যোগে গতকাল শনিবার এ সংবর্ধনা দেয়া হয়। একইসঙ্গে উন্নয়ন সভাও করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

জেনিথ ইসলামী লাইফের এসইভিপি রফিকুল ইসলাম রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাওহীদুল হাসান, অডিট ইনচার্জ মো. হারুন-অর রশিদ, ডিজিএম (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দীন, প্রকল্প পরিচালক মো. শাহাজালাল হাওলাদার ও মাহামুদা পারভীন মিতু।