১৯তম এজিএম

প্রগতি লাইফের ৩০% লভ্যাংশ অনুমোদন

ডেস্ক রিপোর্ট: শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ২০১৮ সালের জন্য ৩০% লভ্যাংশ অনুমোদন করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এরমধ্যে রয়েছে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ট। রোববার রাজধানীর কেআইবি মিলনায়তনে কোম্পানির ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

প্রগতি লাইফের পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইনের সভাপতিত্বে কোম্পানির পরিচালক আবদুল আউয়াল মিন্টু, তাবিথ এম আউয়াল, মো. শফিউর রহমান, তাফসির এম আউয়াল, মো. আব্দুল হামিদ, সৈয়দ মোহাম্মদ জান, মুহাম্মদ জামালউদ্দিন, ড. রাশেদ আল মাহমুদ তিতুমির এবং কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জগদীশ কুমার ভঞ্জ, এফসিএস।