সানলাইফ ও কেভিনকেয়ারের মধ্যে গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তি
ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও কেভিনকেয়ার (বাংলাদেশ)’র মধ্যে গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সানলাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর হয়।
এই চুক্তির অধীনে কেভিনকেয়ারের কর্মকর্তা ও কর্মচারিদের গ্রুপ ও স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করবে সানলাইফ ইন্স্যুরেন্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
সানলাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম এবং কেভিনকেয়ারের কান্ট্রি ম্যানেজার সৌভিক দত্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সানলাইফ ইন্স্যুরেন্সের চেয়ারপারসন অধ্যাপক রুবিনা হামিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।