ল্যাবএইড গ্রুপের সাথে জেনিথ ইসলামী লাইফের চুক্তি

ডেস্ক রিপোর্ট: ল্যাবএইড গ্রুপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানির জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড গ্রুপের সেমিনার হলে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।

এর ফলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল, ল্যাবএইড কার্ডিয়াক হসপিটাল এবং ল্যাবএইড ডায়াগনস্টিক এর ২৯টি শাখায় সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

ল্যাবএইডের পক্ষে মো. ইফতেখার আহমেদ (জিএম- ব্রাঞ্চেস এন্ড সেলস) এবং জেনিথ ইসলামী লাইফের পক্ষে আবদুর রহমান (জিএম- এইচআর ও কোম্পানি সচিব) চুক্তিপত্র স্বাক্ষর করেন।

এ সময় জেনিথ লাইফের পক্ষে মো. আনোয়ার হোসেন সরকার (এজিএম- গ্রুপ বীমা) এবং ল্যাব এইডের পক্ষে ওবায়দুল্লাহ আল মাসুদ (সিনিয়র ম্যানেজার এন্ড ইনচার্জ- করপোরেট সার্ভিস) ও সফিকুল ইসলাম সবুজ (এক্সিকিউটিভ- করপোরেট সার্ভিস) উপস্থিত ছিলেন।