বীমা ব্যবসার আইনগত ও নিয়ন্ত্রক দিক নিয়ে বিআইপিডি’র কর্মশালা
ডেস্ক রিপোর্ট: বীমা ব্যবসার আইনগত ও নিয়ন্ত্রক দিক নিয়ে ৩ দিনব্যাপী কর্মশালা করেছে বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) । রাজধানীর মতিঝিলে বিআইপিডি কার্যালয়ে গত ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
এতে রিসোর্স পারসন ছিলেন গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রধান পরামর্শক এবিএম নূরুল হক, প্রাইম ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা আপেল মাহমুদ, এসিআইআই, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চিফ ফ্যাকাল্টি মেম্বার ইব্রাহীম হোসাইন, এসিআইআই, ব্যারিস্টার আনোয়ার আহম্মেদ চৌধুরী, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা রফিক আহম্মেদ, এবং বিআইপিডির মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী।
কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানি, সার্ভেয়ার ফার্ম, ল’ ফার্মসহ ও অন্যন্য প্রতিষ্ঠানের ১৯ জন উর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে প্রশ্নের উত্তর প্রদান ও সনদপ্রত্র প্রদান করেন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন একচ্যুয়ারি।