হোমল্যান্ড লাইফের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ

ডেস্ক রিপোর্ট: হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১১৬তম পর্ষদ সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার অনুষ্ঠিত সভায় ২০১৯-২০২০ সেশনের জন্য চেয়ারম্যান পদে মোহাম্মদ জুলহাস এবং ২০১৯- ২০২০ ও ২০২০-২০২১ সেশনের জন্য ভাইস চেয়ারম্যান পদে মো. জামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এর আগে চেয়ারম্যান পদে ছিলেন মো. আবদুর রব এবং ভাইস চেয়ারম্যান পদে ছিলেন মো. কামাল মিয়া। কোম্পানির পরিচালকবৃন্দসহ মূখ্য নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম তালুকদার সভায় উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)