রাজশাহীতে জেনিথ লাইফের বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। শুক্রবার রাজশাহী শহরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান।

কোম্পানির জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মাদ কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও কোম্পানির শরিয়াহ কাউন্সিলের সদস্য হাফেজ মাওলানা ড. আব্দুল্লাহ আল মামুন, আমানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ড. ফজলুল করিম।

কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মজিদ ও সৈয়বুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের প্রকল্প পরিচালক ইসাহাক আলী, খুলনার আলতাব হোসেন, দিনাজপুরের আনছারুল ইসলাম, রংপুরের আব্দুর রহমান রাসেল, গোলাম মর্তুজা মাসুদ প্রমুখ।

কোম্পানির প্রধান কার্যালয়ের লিগ্যাল রিটেইনার এডভোকেট তনয় কুমার সাহা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।