প্রোটোকল বিষয়ে ইন্স্যুরেন্স একাডেমির সেমিনার

ডেস্ক রিপোর্ট: প্রোটোকল, ফর্মালিটিস এন্ড আর্টিকুলেশন শীর্ষক সেমিনার করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। গতকাল সোমবার জীবন বীমা করপোরেশনের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

একাডেমির পরিচালক ও অতিরিক্ত সচিব মুহাম্মদ আমজাদ হোসাইনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন একাডেমির একাডেমিক কমিটি চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এ্যাকচুয়ারি। বিশেষ অতিথি ছিলেন জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক

সেমিনারে মূল বক্তা ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিপিএসসি’র সাবেক চেয়ারম্যান ড. সা'দত হুসাইন। একাডেমির প্রধান অনুষদ সদস্য এসএম ইব্রাহিম হোসাইন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ছিলেন। সেমিনারে বিভিন্ন বীমা কোম্পানি থেকে ৮০জনের বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন।