ন্যাশনাল লাইফের বার্ষিক সম্মেলনে ৭ কোটি টাকা দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: সৈকত নগরী কক্সবাজারে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে ৭ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।  গত ১৯ সেপ্টেম্বর হোটেল লংবিচে প্রায় ৫ হাজার বীমা কর্মীর অংশ গ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, গেস্ট অব অনার ছিলেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ এপি, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সফিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, সদস্য ড. এম মোশাররফ হোসেন এফসিএ, নির্বাহী পরিচালক খলিল আহমদ।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির ডিএমডি মো. কাজিম উদ্দিন, ডিএমডি মো. খসরু চৌধুরী ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি অন্যান্য অতিথিদের নিয়ে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন এবং প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী ১০জন উন্নয়ন কর্মকর্তাকে “এনএলআই স্টার এ্যাওয়ার্ড’’ স্বর্ণ পদক প্রদান করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)