৪৭ হাজার টাকা প্রিমিয়াম জমা

চট্টগ্রামে ২ লাখ টাকা মৃত্যুদাবি পরিশোধ করল জেনিথ লাইফ

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের বীমা গ্রাহক আবুল কালামের মৃত্যুতে বীমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ। সোমবার বিভাগীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

বীমা কোম্পানিটি আরো জানিয়েছে, চট্টগ্রামের বীমা গ্রাহক আবুল কালাম ২ লাখ টাকা বীমা অংকের একটি পলিসি করেন জেনিথ ইসলামী লাইফে। মাসে ১৫ হাজার ৯০০ টাকা প্রিমিয়াম হিসেবে ৩ কিস্তিতে মোট ৪৭ হাজার টাকা জমা করেন তিনি। এরপরই মৃত্যুবরণ করেন আবুল কালাম।

পলিসির নমিনী ও বীমা গ্রাহকের স্ত্রী প্রিয়াংকা বেগম প্রিয়ার হাতে মৃত্যুদাবি বাবদ ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ডিএমডি (উন্নয়ন) একেএম সাফিজল ইসলাম। এ সময় কোম্পানির স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।