ইন্স্যুরেন্স একাডেমিতে অগ্নি বীমা দাবির জরিপ বিষয়ে প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: অগ্নি বীমা দাবির জরিপ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স গত ২৯ নভেম্বর একাডেমি ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির একাডেমিক কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন একচ্যুয়ারি।

প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য ড. এম মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক ও অতিরিক্ত সচিব মুহাম্মদ আমজাদ হোসাইন। কোর্সে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ভারতের জে.বি বুদা এন্ড কোং প্রা. লি. এর এজিএম ধীরাজ শ্রীভাসতাভা।

দু’দিনব্যাপী এ কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য বোরহান উদ্দিন আহমেদ। প্রশিক্ষণ কোর্সে কো-অর্ডিনেটর ছিলেন একাডেমির প্রধান অনুষদ সদস্য এসএম ইব্রাহিম হোসাইন এসিআইআই। বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়ার্স এসোসিয়েশনের ৮৫ জন কর্মকর্তা কোর্সে অংশ নেন। (সংবাদ বিজ্ঞপ্তি)