ডিজিটাল বীমা কোম্পানি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক: ডিজিটাল বীমা কোম্পানি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। এ জন্য বিশেষ লাইসেন্স দেয়ার কথা ভাবছে দেশটির সরকার। এরইমধ্যে বিষয়টির সম্ভাব্যতা যাচাইয়ে কাজ শুরু করেছে দেশটির অফিস অব দ্যা ইন্স্যুরেন্স কমিশন (ওআইসি) ।

ওআইসি’র সেক্রেটারি-জেনারেল সুতিফন থাভিচাইয়াগর্ন বলেছেন, ক্রমবর্ধমান প্রযুক্তির দ্বারা প্রভাবিত বীমা বাজারে প্রচলিত বীমা ব্যবসায়িদের প্রতিযোগিতামূলক থাকার কৌশল পুনরুদ্ধারে সহায়তা করতে পারে ডিজিটাল বীমা ব্যবসার এই মডেল।

বিঘ্নিত প্রযুক্তির মধ্যেই প্রচলিত বীমা কোম্পানিগুলোকে তাদের ব্যবসায়িক মডেল পুনর্নির্মাণ করতে উৎসাহিত করার জন্য এমন পদেক্ষপ নিচ্ছে থাইল্যান্ড সরকার। ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

তবে অপারেটিং লাইসেন্স দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের বিবেচনা এবং মন্ত্রিসভার অনুমোদনের জন্য প্রস্তাব দেয়ার আগে ডিজিটাল বীমার সামগ্রিক প্রভাব এবং উপকারিতা নিয়ে গবেষণা করবে অফিস অব দ্যা ইন্স্যুরেন্স কমিশন।

সুথিফন বলেন, আগামী ২০২০ সালের মধ্যে ওআইসি গেটওয়ে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। গেটওয়ে হচ্ছে একটি আইটি সিস্টেম, যা বীমা শিল্পের বিভিন্ন পরিষেবা উন্নত করে এবং বীমা দাবি ও পলিসির তথ্যসহ এই শিল্পের তথ্যকে সংযোগ ও আদান প্রদানের জন্য একটি চ্যানেল হিসেবে কাজ করে।

প্রাথমিকভাবে গাড়ি বীমার তথ্য সংগ্রহের মাধ্যমে বীমা খাতের তথ্য সংগ্রহ শুরু হবে। পরবর্তীতে তথ্য সংগ্রহের কার্যক্রম লাইফ ও স্বাস্থ্য বীমাতে প্রসারিত করা হবে। স্বেচ্ছাসেবী ও বাধ্যতামূলক উভয় ভিত্তিতেই এ কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন।