প্রগতি লাইফের ৩য় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩য় বিশেষ সাধারণ সভা গতকাল মঙ্গলবার রাজধানীর টিসিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল সভার সভাপতিত্ব করেন।

সভায় শেয়ারহোল্ডারবৃন্দের সর্বসম্মতিতে সংশোধিত রাইট শেয়ার ১টির পরিবর্তে ১টি প্রতিটি ১০টাকা এবং ৫টাকা প্রিমিয়ামসহ মোট ১৫টাকা অনুমোদন করা হয়। যা পূর্বে অনুমোদিত ছিল ১টির পরিবর্তে ২টি রাইট শেয়ার ১০টাকা শেয়ার মূল্যে ৫টাকা প্রিমিয়াম সহমোট ১৫টাকা ছিল।

সভায় কোম্পানির পরিচালক সৈয়দ এম. আলতাফ হোসাইন, আবদুল আউয়াল মিন্টু, মো. শফিউর রহমান, তাফসির এম. আউয়াল, মুহাম্মদ জামালুদ্দিন, ড. রাশেদ আল মাহমুদ তিতুমির এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) চন্দ্র শেখর দাস উপস্থিত ছিলেন।

শেয়ারহোল্ডারবৃন্দের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জগদীশ কুমার ভঞ্জ। কোম্পানির জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মুহাম্মদ শাহাদত হোসেন ভূঁঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।