গার্ডিয়ান লাইফের গ্রুপ বীমার আওতায় ইমপ্রেস ক্যাপিটালের কর্মীরা

ডেস্ক রিপোর্ট: ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের কর্মীরা লাইফ বীমা কভারেজ এবং আইপিডি, ওপিডি ও ম্যাটারনিটিসহ মেডিকেল সুবিধা পাবেন। প্রতিষ্ঠানটির সকল কর্মী ও তাদের পরিবারের নির্ভরযোগ্য সদস্যরা এ চুক্তির আওতায় আসবে।

গার্ডিয়ান লাইফে মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং ইমপ্রেস ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাজেদ-উল-বাশার গত ১১ ডিসেম্বর নিজ নিজ কোম্পানির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

গার্ডিয়ান লাইফের পক্ষে কোম্পানির এসভিপি ও হেড অফ করপোরেট সেলস মাহমুদ আফসার ইবনে হোসেন; করপোরেট সেলস অফিসার মির্জা রাশেদ নেওয়াজ এবং গ্রুপ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের অফিসার বব পিয়ার্স বিশ্বাস এবং ইমপ্রেস ক্যাপিটালের পক্ষে প্রতিষ্ঠানটির অপারেশন হেড আসিফ আহমেদ; ইনচার্জ রিসার্চ বিপ্লব দাস; ফিন্যান্স ও অপারেশন অরুণ চন্দ্র দাস; ফিন্যান্স ও অপারেশন নীলাঞ্জনা রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।