নোয়াখালীতে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নোয়াখালী চন্দ্রগঞ্জ সার্ভিস সেন্টারে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
চন্দ্রগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ ও প্রজেক্ট ডাইরেক্টর আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডিএমডি মোহাম্মদ হাসান খান (রিপন) ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন।
এ ছাড়াও কোম্পানির এসইভিপি আবুল কাসেম ও এসইভিপি কামরুজ্জামান (হিরন) সহ স্থানীয় উন্নয়ন কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।