পদ্মা ইসলামী লাইফের ১৯তম বার্ষিক সাধারণ সভা

ডেস্ক রিপোর্ট: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামটরে পদ্মা লাইফ টাওয়ারে গত বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এন আর এম বোরহান উদ্দিন। এতে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, পরিচালক জহিরুল ইসলাম, জামান আরা বেগম এবং ইন্ডিপেনডেন্ট পরিচালক নুরুল আক্তার চৌধুরী, ড. মোহাম্মদ নাঈম আব্দুল্লাহ্, বেলাল হুসেন, অধ্যাপক ড. সিরাজুল হক।

এছাড়াও কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মোরশেদ আলম সিদ্দিকী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।