জয়পুরহাটে পপুলার লাইফের বিজয় দিবস পালন

ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর শহরের গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালি বের করে কোম্পানিটি। র‌্যালি শেষে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে অকুতোভয় শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে পপুলার ডিপিএস প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে পপুলার ডিপিএস প্রকল্পের কার্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন একক বীমা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মনোয়ার হোসেন, ডিস্ট্রিক কো-অর্ডিনেটর নিজাম উদ্দিন, পপুলার ডিপিএস প্রকল্পের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর রাজু সরদার, আল আমিন বীমা প্রকল্পের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর গিয়াস উদ্দিন প্রমুখ। (সংবাদ বিজ্ঞপ্তি)