বিজয় দিবসে মেঘনা লাইফের আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের  প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্র‌‍’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানায়।

মেঘনা লাইফের চেয়ারম্যান নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন আজ ১৬ ডিসেম্বর গৌরবময় বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যূদয় ঘটে বাঙ্গালির স্বাধীন রাষ্ট বাংলাদেশের। বিজয়ের অনুভূতি সবসময়ই আনন্দের। তবে অন্যদিক দিয়ে দিনটি বেদনাময়। কেননা অগণিত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রামে আমিও একজন অংশীদার মুক্তিযোদ্ধা।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।