নেত্রকোনায় জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী সভা

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার মোহনগঞ্জে জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান । এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসকুরুল হক, ডিজিএম (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দিন ও মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমদাদুল ইসলাম খোকন। কোম্পানির পিডি ও মোহনগঞ্জ শাখার ইনচার্জ মো. মাঈনুল হাসান সভা সঞ্চালনা করেন।