চিকিৎসা সুবিধা বছরে ৩০ হাজার টাকা

জেনিথ ইসলামী লাইফের স্বাস্থ্য বীমার আওতায় শেকৃবি শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্য বীমার আওতায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)’র শিক্ষার্থীরা। আজ সোমবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেকৃবি এ তথ্য জানিয়েছে।

চুক্তি অনুসারে, শেকৃবির বীমা কার্ডধারী শিক্ষার্থীদেরকে ৪ বছরে এক হাজার টাকা প্রিমিয়াম জমা দিতে হবে। বীমা সুবিধা হিসেবে কোন শিক্ষার্থী অসুস্থ্য কিংবা দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার জন্য প্রতি রাতে পাবেন ৩ হাজার টাকা করে বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা। এছাড়াও জেনিথ লাইফের সাথে চুক্তিবদ্ধ হাসপাতালগুলোতে ওষুধ এবং মেডিকেল টেস্টের জন্য ৩ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবে শিক্ষার্থীরা।

জেনিথ ইসলামী লাইফের এই বীমার আওতায় শেকৃবিতে ২০২০ সালের ভর্তিকৃত শিক্ষার্থীরা অন্তর্ভূক্ত হবেন। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ছাত্রত্বের বাকী সময়ের জন্য আনুপাতিক হারে নির্ধারণ করা হবে এবং বীমা কভারেজও আনুপাতিক হারে প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থীর স্বাস্থ্য সেবা কার্ডের জন্য ৫০ টাকা চার্জ ধরা হয়েছে।

স্বাস্থ্য বীমা শেকৃবি’র পক্ষে থেকে ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, এডিশনাল ডাইরেক্টর মো. তরিকুল ইসলাম এবং জেনিথ ইসলামী লাইফের পক্ষে ডিজিএম মোহাম্মদ নিজাম উদ্দিন, এজিএম মো. আনোয়ার হোসেন সরকার চুক্তিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।