নীলফামারীতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: নীলফামারীর কিশোরগঞ্জে বীমা গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গতকাল বুধবার কোম্পানির কিশোরগঞ্জ শাখা অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ লাইফ এ তথ্য জানিয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোম্পানিটির সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মুহাম্মদ কামরুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মো. সৈবুর রহমান এবং এসইভিপি মো. রেজাউল করিম।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ইভিপি ও কিশোরগঞ্জ শাখার ইনচার্জ মো. মিজানুর রহমান। এছাড়াও জেনিথ ইসলামী লাইফের স্থানীয় কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।