গার্ডিয়ান লাইফ-বায়ো-জিন কসমেকিউটিক্যালসের চুক্তি
ডেস্ক রিপোর্ট: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে বায়ো-জিন কসমেকিউটিক্যালসের ডিজিটাল লয়্যালটি প্রোগ্রাম চুক্তি স্বাক্ষর হয়েছে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বায়ো-জিন কসমেকিউটিক্যালস সম্প্রতি ডিজিটাল লয়্যালটি প্রোগ্রাম চুক্তিতে স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় ইজিলাইফ অ্যাপ ব্যবহারকারীরা বায়ো-জিন কসমেকিউটিক্যালসের সব পণ্যে ২০ শতাংশ ছাড় পাবেন। অ্যাপ ব্যবহারকারী এবং পলিসি হোল্ডার সবাই এই চুক্তির আওতায় সুবিধা উপভোগ করবেন।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ সাজ্জাদুল করিম এবং বায়ো-জিন কসমেকিউটিক্যালস মার্কেটিং অ্যান্ড সেলস পরিচালক কামরুল হাসান রনি এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের এসইভিপি অ্যান্ড হেড অফ রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান, এসভিপি অ্যান্ড হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস রুবায়েত সালেহীন এবং এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ তামুর ইসলাম সরকার।
এছাড়াও ডিজিটাল চ্যানেল এবং বায়ো-জিন কসমেকিউটিক্যালস এর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সহকারী ব্যবস্থাপক শামীমা শারমিন উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)