বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাড্ডা মডেল সার্ভিস সেন্টারের ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক উন্নয়ন সভার আয়োজনে করা হয়। উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালক কাজী মো. মোরতুজা আলী।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আবদুর রহমান এবং ডিজিএম (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দিন।

উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন ডিএমডি (উন্নয়ন) মো. সাইফুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসইভিপি (উন্নয়ন) বনি আমিন ও মো. আবু জাফর এবং বাড্ডা মডেল সার্ভিস সেন্টারের প্রায় দেড় শতাধিক উন্নয়ন কর্মকর্তা।

 সভায় বক্তারা কর্মীদের কোম্পানিকে নিজের মনে করে কাজ করার পরামর্শ দেন এবং গ্রাহকদের নিয়মিত সেবা প্রদানের তাগিদ দেন। (সংবাদ বিজ্ঞপ্তি)