বেঙ্গল গ্রুপের কর্মচারির মৃত্যুদাবি পরিশোধ করলো জেনিথ লাইফ
ডেস্ক রিপোর্ট: বেঙ্গল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বেঙ্গল পলি এন্ড পেপার সেক লিমিটেডের সহকারী ট্রেইনী মো. আকাশ’র মৃত্যুতে ২ লাখ টাকা গ্রুপ বীমা দাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ। গতকাল মঙ্গলবার বেঙ্গল গ্রুপের প্রধান কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এবং বেঙ্গল পলি এন্ড পেপার সেক লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আসাদুল হক সুফিয়ানী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের গ্রুপ এইচ আর জি এম জিহাদ উদ্দিন আহমেদ, বেঙ্গল গ্রুপ করপোরেট সেলস জিএম ইঞ্জিনিয়ার সরোজ কুমার বড়ুয়া, বেঙ্গল গ্রুপের গ্রুপ কমপ্লায়েন্স এজিএম এ এস এম গোলাম নুর।
এছাড়াও জেনিথ ইসলামী লাইফের ডিজিএম (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দিন এবং গ্রুপ বীমা এজিএম মো. আনোয়ার হোসন সরকার চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)