নেত্রকোণায় বেস্ট লাইফের উন্নয়ন সভা
ডেস্ক রিপোর্ট: নেত্রকোণায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উন্নয়ন সভা ও এসবি চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কোম্পানিটির নেত্রকোণার জোন ও সার্ভিস সেন্টার অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবা রহমান খান শেফালী,সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন, নেত্রকোণা।
উন্নয়ন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ড. নাদিয়া বিনতে আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেস্ট লাইফের নেত্রকোণা জোনের ইনচার্জ মো. মাসুম হাসান জামাল।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঈম সুলতানা, অর্পিতা খানম সুমী, শামীম মিয়া ইভিপি ও শাহিন মিয়া ডিভিসি। সভায় প্রায় ১শ’ গ্রাহকের হাতে এসবি চেক হস্তান্তর করা হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)