৩ বীমা কোম্পানির বোর্ড সভা আজ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি বীমা কোম্পানির বোর্ড সভা আজ সোমবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা ইন্স্যুরেন্স: প্রতিষ্ঠানটির বোর্ড সভা আজ বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। এতে কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৩টায়। সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।