খুলনায় জেনিথ ইসলামী লাইফের মতবিনিময় সভা
ডেস্ক রিপোর্ট: “২০২০ সাল-ই হোক বিশে বিশ, আমার জীবনের পরিবর্তনের বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মতবিনিময় সভা ও বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠান। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে শুক্রবার সন্ধ্যায় এ সভার আয়োজন করে কোম্পানিটির খুলনা শাখা অফিস।
মতবিনিময় সভা ও বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। কোম্পানির ডিএমডি সাজ্জাদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের পিডি মো. জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ শাখার ইনচার্জ মো. আলতাফ হোসেন, ভিপি ওবায়দুল হক, বিএম নাজমুল হাসান, ইউএম বৈশাখী বিশ্বাস, এফএ রাশেদা বেগম প্রমুখ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।