প্রাইম ইসলামী লাইফের মুজিব বর্ষ নিয়ে আলোচনা সভা
ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে “মুজিব বর্ষ সফল ও স্বার্থক হোক” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কোম্পানিটির ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ সভায় মুজিব বর্ষ সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়।
মুজিব বর্ষের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ কনসালটেন্ট রহিম উদ-দৌলা চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও নিজাম উদ্দিন আহমাদ, এএমডি (উন্নয়ন) ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ মো. আনিছুর রহমান মিয়া, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) এম এ মতিনসহ মোহাম্মদ নূর-ই-আলম, আলেয়া আক্তার রুমা ও মুহাম্মদ সলিম উল্লাহ প্রমুখ। (সংবাদ বিজ্ঞপ্তি)